শেষ বয়সের সন্ধ্যাবেলা
তুমি আমার পাশে থেকো।
হঠাৎ যদি দুঃখ সুখে ক্লান্ত হও
আমায় তুমি পাশে রেখো।

মধ্য দুপুর ক্লান্ত রোদে
ঝিমিয়ে গেলে সূর্য দ্যাহ
মৃত্যু কিংবা বেঁচে থাকার
মাঝখানে তে মিলিয়ে নিও
শেষ বয়সের দুটি দেহ।

আমায় তুমি ভালোবেসে
আগলে রেখো অবশেষে।
অধিকার আর আবেগগুলো
দেখে নিও আপন চোখে,
অবশেষে হৃদ মাঝারে
নিও আমার ছবি এঁকে।

বৃষ্টি কিংবা ধুলোর দিনে
তুমি আমায় আগলে রেখো
বৃদ্ধ কিংবা শেষ বয়সে
তুমি আমার পাশে থেকো।

এক জীবনের এমন চাওয়ায়
না ভরিলে এই মন
পাশে থেকো পরকালে
বার্ধক্যে ও যৌবন।

তুমি আমার পাশে থেকো
আগলে রেখো,
অবশেষে ভালোবেসে
নিজের করে পাশে থেকো।

সমাপ্ত
রচনাকাল: ১২/০৭/২০২৪
নিজ বাসভবনে।

উৎসর্গ: শামীমা খাঁন কে