যুগের পর যুগ,শতাব্দীর পর শতাব্দী বাকরুদ্ধ হয়ে কেটেছে জীবন,
কখনো হতাশা করেছে আপন।
তবু রুদ্ধ শ্বাসে তোমার আশে
আজীবন পথ চলা,
আজ বলবো তোমায় যে কথা হয়নি বলা। বলবো একটি ফুলের গল্প, কিংবা আহত একটি স্বাধীনতার কথা, আজকের শ্লোগান হবে স্বাধীনতার মুক্তি চাই,বন্ধি রবো কেন অযথা।
না বলা কিছু কথা মনের গভীরে সাগরের ঢেউয়ের মতো উথাল পাতাল করে, বলবো তোমায় আজ মুক্তি দাও আমারে।
আমি অগ্নি দহনে তোমার অন্তরের কারাগারে বন্দী হয়ে,হয়ে গেছি বাক প্রতিবন্ধী, তোমার জীবনে আমি হয়েছি সন্ধি।
তোমাকে বলবো একটি নিহত স্বপ্নের কথা,
একটি আহত জাতির কথা। বলবো, সব বলবো।
বলবো একটি স্বাধীনতার যুদ্ধের ইতিহাস,
কিছু সৈনিকের কথা।
যে কথা হয়নি বলা তা হলো অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনার কথা। বলবো, মানুষের মুক্তি দাও,
পাখি কে উড়তে দাও- কাউকে বন্ধি করো না।
নিঃশর্তে কলম চলুক সত্যের পথে,
গান হোক বাস্তব কিংবা ফুল ফুটুক আপন মতে।
আমি যুগের পর যুগ, বহু শতাব্দী ধরে যে কথা হয়নি বলা বলবো আজ তোরে।
আমাকে বলতে দাও হে জালিম সবাই কে মুক্তি দাও,স্বাধীনতার মুক্তি দাও।
রচনা : ৮/১০/১৯ইং
নিজ বাসভবনে।