কখনো আমি স্বপ্ন দেখিনি,
তুমি আমাকে স্বপ্ন দেখিয়েছ।
আমার প্রতিটি নিশ্বাস বন্ধ হয়ে আসে
তোমার কথা মনে পড়লে।
তুমি আমাকে বন্ধি করেছিলে
তোমার হৃদয়ের জেল খানায়।
তুমি আমাকে ভুলে গেলে তার
পর এক ভিশন প্রচন্ড আর্তনাদ।
এখন তুমি কাদো, নিরবে কাদো
আর আমাকে বলো আমি নাকি ভুল,
মিথ্যা স্বপ্ন দেখেয়েছি।
আমি কখনো স্বপ্ন দেখতে চাইনি
আমাকে তুমিই স্বপ্ন দেখিয়েছ।
আমি তোমাকে হারানোর ভয়ে
যত কেঁদেছি তুমি কাদোনি।
আমাকে ফেলে চলে গেলে।
যদি আর কোনো দিন দেখা হয়
ঐ গলি পথে কিংবা কোন যায়গায়
আমি তোমাকে বলে দিবো
আমি তোমাকে আজো ভালবাসি।
কিন্তু ভুল টা ছিলো তোমার।
ভুলে যাওয়ার ইচ্ছে টাও ছিলো তোমার।
সে দিন যদি দেখা হয় আমি বলে দিবো
ভুলে যাওয়ার ইচ্ছে টা তোমার ছিলো।
রচনা :১৬/১১/২০১৯ইং
শামুক খোলা,লোহাগড়া, নড়াইল।