আমারি মাঝে আছে
নানা বিচিত্র সভাব,
কভূ আমি পৃথিবির মহা শান্তি,
কভূ অভিশাপ।

আমার নয়ন জলের গভিরে
লুকিয়ে আছে মহা সুখের উল্লাস,
আর হাসির মাঝে লুকিয়ে আছে
গভির কষ্ট,বিরহের ইতিহাস।

শৃঙ্খলার সিমানা ছেড়ে হয় যখন
উচশৃঙ্খল,সুখ দুঃখ আনন্দ কি,
দেখিনা এক পল।

আমারি মাঝে সৃজিত হয়
ভালোবাসা,বিজয় সঙ্গ চলি,
নেই কভূ পরাজয়ের আশা।

আমারি মাঝে আছে
হাঁসির মানে দুঃখ প্রকাশ,
আর নয়ন জলের গভিরে
সুখের আভাস।

আমি শ্রাবনের বর্ষার ছন্দে ঝরি,
আর সবারই তরে আপনার ঘরে
নিজেকে রচি,নইলে আমি মরি।

আমারি মাঝে সকাল সাজে
অদ্ভূত প্রভাব,আমারি মাঝে
শুধু কি তবে সততার অভাব?

৩০/১২/২০১৮