যারা অবহেলিত চিরো অসহায়,
করছে চিৎকার অন্নহীন বস্ত্রহীন,
নেই কারো আশ্রয়।
ওদের দেখে উদার আকাশ করছে কান্না,
হৃদপিন্ড জলে যাই কি দুখের বন্যা।
সাহেব বাবুর অট্রালিকায়
পৌছায় না ওদের চিৎকার,
ওরা আলোতে নাই ভালো তো নাই
সঙ্গ রাতের আধার,
ওদের কি যন্ত্রনা
শুনতে পাও পথের কান্না?
খাদ্যের জন্য বস্ত্রের জন্য ঝরাই নোনা জল,
ওরা বসত করতে পাইনি আজো শান্তি সুখের স্থল,তাই নয়ন ঝরাই বন্যা,
শুনতে পাও পথের কান্না?
গভীর রাতে চলে পথে
দিন রাত হিম ওদের বস্ত্র,
ওদের তরে প্রতি ঘরে রচিল খোদা এই শাস্ত্র।
কত যুগ হয় না ওদের রান্না,
শুনতে পাও পথের কান্না?।।