চেতনার পতাকা উড়ায় বিবেক
সুবোধ! তুই কোথায়?
কোথায়? কোথায় তোর নীতি?
কি দোষ করেছে জাতীয় সঙ্গিত-ই?

আবেগের সমুদ্রে ডুবে আছিস তুই
নির্বোধ, চেতনা ফেরা হে সুবোধ।
সুনীতি মরে গেল সেই শনিবার
চেতনার পতাকা উড়াবে কে আর?

সুবোধ! বাবা তুই জেগে ওঠ
সুনীতির সুশাসন জিতে যাবে ভোট।
কবি আছে, নেতা আছে,আছে
কতজন শুধু কলমের কালি প্রয়োজন।

চেতনার পতাকা উড়ায় বিবেক
তবু কেন স্বাধীন?
দুঃসাহসী নির্বোধ আবেগ?

সুনীতির সুশাসন জয় বাংলা
শ্লোগানে, হে বিবেক
সুবোধ, বিজয় আনো ছিনে।