দুরে আরো দুরে দুর হতে বহু দুরে।
পৃথিবীর থেকে দুরে।
আকাশের থেকে দুরে,
সাগরের থেকে দুরে।
আমার থেকে যোজন
যোজন দুরে,
তুমি চলে যেও আমার দুঃসময়।

দুরে;— অতঃপর দুরে আরো দুরে
সেখানে নেই মানুষ। নির্জনতায়
থাকতে তুমি কত যে শান্তি পাও।
আমার থেকে অনেক অনেক দুরে;
দুরের থেকেও আরো দুরে যাও।

দুরে সরে যেও।
যতদুর শুন্য নারীর স্তনের ফাঁকা,
আমার থেকে অনেক দুরে;
যেন চুম্বনে নাভী আঁকা।
প্রেম দিও! একটু ব্যাথা
দেব উষ্ণতা অনুভবে।
পিপীলিকার চোখ অপেক্ষা
দুরে গেলে আর কি সুখ হবে?

একবার সুখ দিও,দুরে যেও পরে;
দুরের থেকে দুরে হৃদয়ের বীর্যক্ষলন করে।
বহুদিন ধরে একদিন চলে যাব,
আমি পুরুষ তাই তোমাকে খাব।
মৃত্যুর পরপারে দেখা হলে তাঁর!
দুরে যেও; আসবো না কাছে আর।
যেও বহুদুরে;মনের থেকে আরো দুরে।

সমাপ্তি
রচনা:০৫/০৩/২০২২ইং