পৃথিবী জেনে অট্রো হাঁসিতে বলেছিল
তোমারও নাকি অনেকখানি ভালোবাসা
জমে থাকার জন্য প্রেম হয়েছিল?
একদিন চুম্বনের স্বাদ জেগেছিল?
কত রাত জেগে গল্প বলেছিলে?
নিঝুমদ্বীপ জানে তোমার সেই ইতিহাস
জানে জোছনার জোনাকি আর চাঁদ।
তুমিও নাকি বেমালুম ভালোবেসেছিলে?
তবে কেন ভুলে গেছ সেই জীবন তিলে তিলে?
স্বপ্নের অনুভূতি সত্যিই হারিয়ে যায়
এই প্রেম, ভালোবাসা কজনের ভাগ্যে অমর হয়?
পৃথিবী তার নিঃসঙ্গতার শত শতাব্দীর গানে
লিখেছে; সব কিছু বদলায় সব প্রয়োজনে।
রচনা:নিজ বাসভবনে
তারিখ:১১/০৩/২০২২ইং