যেখানে আঁধারের রাজত্ব
সেখানে আবির্ভূত হলো এক আলোর দিশা।
আলোকিত পৃথিবীর বুক কেটেছে নিশা।

জর্জরিত আরব ভূখণ্ড মরুর বুকে অগ্নি,
ভোগ করে সবে মা,বোন ভগ্নী।

পৃথিবীর শ্বাসরুদ্ধ,দেখে জাহেলিয়াতের যুগ,
আকাশ কাঁদে হয়ে বাকরুদ্ধ,কেঁপে ওঠে বুক।

ডাকাত দলে পথে চলে করে কত অপকর্ম,
বুঝি নাই,বুঝি নাই তারা আরব ভূমির মর্ম।

মূর্তি পূজা করছে সোজা অন্ধ হয়ে মানুষ,
মানুষ রুপি পশু সবে নেই কারো হুশ।

মানুষকে বদলাতে হবে,
অতঃপর এলো এক মহা পুরুষ,
তিনি সত্য প্রতিষ্ঠা করতে হলেন ধ্যান মগ্ন,
আঘাত প্রতিঘাত তাকে দাবিয়ে দিতে
পারে নাই কখনো।

যুদ্ধের দামামা বেজে ওঠে ঐ
বিজয় ছিনিয়ে নিলো আঁধার গেলো কই?

হে মহান বিজয়ী বীর মোহাম্মদ (সাঃ)
তোমার নূরে আঁধার গেছে সরে পৃথিবী ফিরে পেয়েছে সম্মান।

অন্ধকে আলো দিলে
খারাপ কে তিলে তিলে করলে সুমহান।
আল্লাহ তায়ালার রহমতে অবতীর্ণ করলেন মহা গ্রন্থ আল কুরআন।

হে নবী তুমি সত্য,
তুমি আলো,তুমি আলোর দিশা কাটিয়ে নিশা দিয়েছো আশা।

তুমি দোজাহানের সরদার তোমার ভালবাসা মুসলিম বিশ্বের দরকার।

তুমি শান্তির দূত, তুমি ভালোদের বল,
তুমিহীনা ঝরে দুচোখে জল।

তুমি আলোক বর্তিকা আমার প্রেমের আশা,
তুমি কাটিয়ে নিশা দিয়েছো আলোর দিশা।

রচনা : ৩০/১১/২০১৯ইং
নিজ বাসভবনে।