পড়ার ফাঁকে বইয়ের মাঝে এখন কি আর চিঠি লুকাও?
চিঠির ভাজে ফুলের পাপড়ি এখন কি তার গন্ধ মাখাও?
ক্লাস ফাঁকি দিয়ে কি আর তিনশো ফিটে ঘুরতে আসো?
জানতে বড় ইচ্ছে করে আগের মতই ভালোবাসো?
এখন কি আর বিকাল হলে দেখতে আসো খেলার ছলে?
দুপুর বেলার নির্জনতায় পরে কি আর আমায় মনে?
সময় পেলে জানিয়ে দিও
থাকব চেয়ে আকাশ পানে।
লাল খাতাতে কি লিখেছ?
পারলে একটু জানিয়ে দিও।
ইচ্ছে হলে খুব অজরে খবর নিও।
আচ্ছা বল তোমার কি আর ইচ্ছে কিছু নাই?
আশি বছর পরে হলেও জানিও আমায়।
আকাশ পানের ওই তারাটা তোমার চোখের মত
ইচ্ছে হলে জেনে নিও ভালোবাসি কত।
পড়ার ফাঁকে বইয়ের মাঝে এখন কি আর চিঠি লুকাও?
চিঠির ভাঁজে ফুলের পাপড়ি এখন কি তার গন্ধ মাখাও?
ইচ্ছে হলে যেও বলে লাল খাতাতে কি লিখেছ!
আমায় খুবই মনে করে কখনো কি আর কেঁদেছো?
ইচ্ছে হলে বলে যেও।।