হয়তো বা আমাদের আবার দেখা হবে অচেনা কোন এক গলি পথে কিংবা শহরের চিরো চেনা ল্যাম্প পোষ্টের নিচে। তখন কি মৃদু হেসে আমাকে ইশারা করবে নাকি না চেনার ভান করে অন্য দিকে মুখ করে চলে যাবে দুরের কোন এক নির্জনে। আর কখনো কি সকাল হবে আমার শহরে, নাকি আধার রাতে ল্যাম্প পোষ্টের সন্ধানে বেরব? আর কখনো কি এই শহরের গলি পথ, কিংবা রেস্তোরাঁ অপেক্ষা করবে তোমার আমার জন্য? কখনো কি পার্কের বেঞ্চিতে প্রতীক্ষা করবে, জানি এসবের কিছুই না। তবুও বলি তোমার স্মৃতি হয়তো বা আমাকে কোন একদিন খুব কাঁদাবে। কোন এক অচেনা শহরে আমি হারিয়ে যাবো-দির্ঘশ্বাস ফেলবো। আর আমার পাগলের বেশ দেখে অনেকেই হাসবে। হয়তো নিয়তির খেলায় তোমার চোখে চোখ পড়বে, আমাকে চিনবে না আর কোন দিন ও। জানি এই পথ, গলি, বেঞ্চি কিংবা ফুলের দোকান তার নিয়মেই চলবে কিন্তু না থাকবে তোমার আমার কোন চিহ্ন। আর এই শহর, গলি পথে কখনো দেখা হলেও চিনবে না আমায়।।

রচনা :১৫/১১/২০১৯ইং
নিজ বাসভবনে।