একটি গল্প লেখা হয়েছে সভ্যতার জানালা খুলে মৃত্যুর জন্য। গল্পের শুরুটা ছিলো একটি মেয়ে কে নিয়ে আর মাঝ পথে দারিদ্র্যতা। গল্পের মতো সাজাতে চেয়েছিলাম কথা গুলো কে।
কিন্তু এর মাঝে বাঁধা দিতে দৌড়ে এলো একটি আঁধার,একটি খারাপ সময় যার নাম দিয়েছি বিষণ্ন প্রহর। আর এই শহর আমাকে আঘাত দিয়ে ক্ষত বিক্ষত করে দিয়েছে। আমি মৃত্যুর সাথে আলিঙ্গন করতে আগ্রহ প্রকাশ করেছি।
তবে মৃত্যুর আগে চেয়েছি আমার গল্প টা কে সাজাবো,রঙ্গিন সাজে সজ্জিত করবো।
এই গল্পের মোড়ে দাঁড়িয়ে থাকবে অবহেলা, পৃথিবীর ব্যর্থ হওয়া প্রেমিক পুরুষ গন।
আমার গল্প টা কে সাজাবো জীবন এর পরাজয় এর কথা দিয়ে। সাজাবো জয়ী হওয়ার কথামালায়। আমার প্রাণের বিনিময়ে গল্পের মোড় ভেঙে দিয়ে এই নিষ্ঠুর পৃথিবীর বুকে তাঁদের ধ্বংসলীলা চালাবো,যারা সত্য ভালোবাসা কে অবহেলা করে, মিথ্যে ভালোবাসা কে প্রাধান্য দেয়। আমার স্বপ্ন গুলো সত্যি করে আমি হারিয়ে যাবো মহাকালের শপথ,আমি হারিয়ে যাবো তোমার হৃদয় সৈকতে।
হে পৃথিবী আমি গল্পের নাম দিবো বিষণ্ন প্রহর,
এই গল্পের মাঝে সৃষ্টি হবে শ্রেষ্ঠ কবিতা।
আর সেই কবিতার কবি হবো আমি।

রচনা :২৩/১১/১৯ইং
নিজ বাসভবনে।