সেই বিকেল আর আসবেনা জানি
বিরহ সন্ধ্যার আগে,
এই ফুল আর ছিড়বে না কেউ
বিষাদের শোকে।

তবে আসবে প্রহর অনেক
সোনালী বেলায়,তাই উদাস মনে
বসবো আমি গাছের ছায়ায়।

পাখির সাথে আমি মিশবো,
নীল আকাশের বুকে ভাসবো,
আমি বারবার পৃথিবীর বুকে
তোমার তরে আসবো।

অনন্তকাল চিরো বিরহ অতল
তবু তোমায় ভালোবাসবো।

তিমির প্রহর ভরি অতন্দ্র আখি
হে বন্ধু বিষাদের নীলকন্ঠ
এখন তবুও তোমার আশায় থাকি।

খোলা জানালার গ্রিলে মুর্তি হয়ে
তাকিয়ে আছি শতাব্দীর পর শতাব্দী,
কখনো হিমেল এসে করেছে বন্দি।
জীবনের শেষ মুহূর্ত বেদনার সমাপ্তি।

মরনের উল্লাসে হাসে মোর মুখ
বেদনার বিদায়ে ভাসে মোর বুক।

জীবনের বসন্ত ডেকেছে কোকিল
বেদনার নীল রঙে থাকা মুশকিল।

আমি চলে যাব দূর হতে বহু দূরে
তবে গাছের তলায় থাকবো,
তোমার কাছে আসবো,
বিষাদের নীলকন্ঠ তবুও তোমায় ভালবাসবো।

ঐ মেঠো পথে দাঁড়িয়ে থাকব
অনন্তকাল। ফুল হাতে তোমার জন্য
দেখবে বিশ্ব আকাশ‌ পাতাল।।

রচনা : ০৭/০৯/২০১৯ ইং
স্থান : শামুকখোলা,লোহাগড়া নড়াইল।