তার চোখের ভাষায় কোন এক ফাগুনের দুপুরে আমায় ডেকে বলেছিল,
তুমি কি জানতে চেয়েছো আমার অন্তত পুরের চাওয়া পাওয়া কি?

অতঃপর কোন এক সোনালী বিকেলে তার ভাষা হারিয়ে যায়,
অতৃপ্ত আত্মার সেই পবিত্র চিৎকার
আজো আমাকে খুড়ে খুড়ে খাই।

তার কপালে একে দেওয়া চিরো রক্তিম ঠোঁটের রেখা,
সবুজ ঘাসের বুকে বসে থাকার সেই চিহ্ন টুকু আজো আছে,
এই সাহসী নির্ভীক সমাজ আজ নির্বাক তবে,
তুমি নেই পাশে।

তোমার দেওয়া খেতাব আজ উচ্চ কন্ঠে ধ্বনিত হয় এদিক সে দিক,
হে হতভাগা প্রেমিকা
আমি তোমার শ্রেষ্ঠ প্রেমিক।

রচনা :৩০/০৭/২০১৯ইং
নিজ বাসভবনে।