অতঃপর তোমার পৃথিবী জুড়ে
বিক্ষোভ মিছিল আর আমার
দুনিয়ায় বিকট নিঃশব্দ।
সময়য়েরা এক জোটে
ছুটে চলেছে সম্মুখে অবিরত
আর বৃষ্টির দিনের মতো ঝরেছে
অঝোরে মৃত্যুর বিপরীতে
বেঁচে থাকার নিঃশ্বাস।
অনন্ত,দিগন্ত অপ্রেম অশান্তির
অবনীতে তোমারই হয়েছে আগমন,
বিধাতা জানে কি
আমার দুনিয়ায় নিঃশব্দের কারণ?
তোমার পৃথিবীর মিছিলের
রাজপথে প্রজাতন্ত্র দিবস
মিথ্যে স্লোগানে মুখরিত;
আমার দুনিয়ায় রাণী নেই
বছর কেটেছে কত শত।
তুমি কি নিঃশব্দের কারণ
জানতে চেয়েছ কোন দিন?
হাজার মুখ থাকতেও
এই ভবানী কেন বাকহীন?
০৩/১২/২০২১ইং
নিজ বাসভবনে।