তোমার টাকায় অস্ত্র ক্রয়ে
তোমাকেই করে গুলি,
তোমার খাবার কেড়ে খেয়েছে
সুখের ঢেকুর তুলি।
তোমার মুখের বাক্য গুলি
কেড়েছে ভীষণ কলে,
তোমার বাহু-ডোর জোরেই
তাদের সচল চাকা চলে।
তুমিতো তাহার হালের গরু
দুগ্ধ করো হে দান।
হয়েছো আবার পালের গাধা
গাড়ি টানায় বলিয়ান।
তুমিতো তাহার দাবোরে ঘোড়া
জোড়ে তাই কাঁধে ঘানি।
তোমার বচ্ছ বিক্রি করে
অস্ত্র কিনেন তিনি।
সময় মত সুযোগ বুঝে
তোমার বুকে টানি।
মোল্লারা শুধু চিল্লাও কেন?
হয়ে গেছো তাহার গাধা,
চিল্লায় কি জয় করা যায়
কঠিন যুদ্ধের ধাঁধা?
চোখ খুলে তাই দেখো
হে মানব! বিশ্ব মোড়ল কারা
বন্দী কাহার কলে?
শুধু শুধু চিল্লায় কি
দেশটা দখল চলে?
বেরিয়ে আসো মুক্ত করো
বিশ্বে মেলাও তাল
নয়তো তোমায় ব্যবহার করে
বানাবে রক্ষার ঢাল।
জাগো মুসলিম! জাগো হে মানব
সাম্যের গান গাও।
আর না পড়ুক মানুষ!
অগ্নি জ্বলে দাও দাও।
তোমার টাকায় অস্ত্র ক্রয়ে
তোমাকে করছে গুলি,
তবু হে মানব বোকা রও কেন?
আপন জাগরণ ভুলি।
২৮/১২/২০২৩