একটি সন্ধ্যা,জীবনের আলো কে দুর করিয়ে দিবে নেমে আসবে কালো অন্ধকার।
রচিত হবে জীবন বাণী আরেক নতুন অধ্যায়।
পেছনে ফিরে নয়,এগিয়ে যেতে হয় বক্ষে সাহস নিয়ে,যুদ্ধের মাঠে গিয়ে ছিনিয়ে আনতে হবে বিজয়। এ জীবন মানে নয় খেলা ঘর, এ জীবন সংগ্রামী চিরো দুর্বার। আধার এসেছে বলে হয়নি অন্ধ,আলোর অভাব তাই দ্বার হলো বন্ধ।
আসবে আলো গুনি অপেক্ষার প্রহর,
একটি সন্ধ্যা ফুরিয়ে যাবে,আসবে নতুন ভোর। বাতাসের যাতায়াত নয় এক দিকে - মুক্ত স্বাধীন সে চলে সব দিকে।
তাই তুমি চিরো দুর্বার,এগিয়ে চলো কাটবে আধার।

রচনা :১/১০/১৯ইং
নিজ বাসভবনে।