আজ থেকে হাজার বছর আগে
তাঁর থেকে বহু কাল আগে
বহু বহু শতাব্দী কালের পুর্বে
আমি নিরিহ কোন মানুষ ছিলাম না।

বন্য হায়না আমাকে দেখে দৌড়ে পালাতো।
সভ্যতার সাথে সময়ের পরিবর্তনে
আমি এখন মানুষ; তবে পেশাদার খুনি।
আমি হত্যা করেছি আকাশ সমান স্বপ্ন কে।

আমি হত্যা করেছি চাওয়া পাওয়া।
সৌভাগ্যেকে মিশিয়েছি আগুনের দিনে,
আমি এক পৃথিবী দুঃখ নিয়েছি পরিশ্রমে কিনে।

আমি আমার সর্বত্র নিজেকে হত্যা করেছি।
আমি হত্যা করেছি অনাগত সন্তানদের।
আমাকে সৃষ্টির বহু কাল আগে হত্যা করা হয়েছে।
তাই আমিও পেশাদার খুনি।

এক ঈশ্বর বাদে খুন করেছি আমার সব সত্তাকে।
আমি তো মানুষ নয়।
ইচ্ছে গুলো করেছি খুন।
আমি পৃথিবীর পথে পথে কবর আর চিতার আগুন।

রচনা:২৩/০২/২০২২ইং
কলকাতা,ভারত।