আমি তাঁদের'ই একজন
যারা নিয়মিত মৃত্যুকে করেছে আলিঙ্গন।
পেয়েছে আঘাত আর শুধু অবহেলা
বেলা শেষে ফিরিয়ে দেয়নি
ঘাতক'রে প্রাপ্য পেয়েও সুবেলা।
আমি তাঁদের দলের'ই লোক
যারা থাকতেও ক্ষমতা করিনি প্রয়োগ।
নিভৃতে দিয়ে গেছে শত ভালোবাসা,
এ যেন নিপুণ হাতে রহস্য অন্য কোন আশা।
দিন শেষে যারা মানুষেরে করেছে
ভালোবাসা প্রয়োগ,শত অভিযোগ শেষে;
আমি তাঁদের'ই লোক।
সংগ্রাম,শত মিছিলের স্লোগানে মুখরিত
এ পৃথিবী, যেন রাজপথে বিজয়ের শ্লোক
শত অত্যাচার সয়ে আমি তোমাদের'ই লোক।
দীপ্ত শ্লোগানে উদ্দীপ্ত তরুণ,
হস্তে বিজয়ের নিশান ভালোবাসা দিয়ে
জয় করেছে কত জনতার প্রাণ।
প্রতিকী চিহ্ন ঐতিহ্যের নৌকা,
ভালোবাসার এক বিশেষ পরীক্ষা।
শান্তি প্রিয় মানুষেরা হয়েছে এক জোট
তারুণ্যের জোসেফ পেয়ে যাবে ভোট।
যারা শৃঙ্খল,বিনয়ী মেধাবী প্রার্থনায় বলে
এ সমাজ শান্তির হোক,আমি তাঁহাদের'ই লোক।
রচনা:২৪/১১/২০২১ইং
নিজবাসভনে।