আমাদের দেখা হবে নাকো পৃথিবীর বুকে।
শত শতাব্দীর শেষে অপেক্ষা থাকবে কি সুখে?
এ জীবন সুন্দর সঠিক উপভোগে।
অযথায় ক্রয়েছি দুখ নগন্য শোকে,
গড়েছি ব্যাথার পাহাড় আপনার বুকে।

অথচ ভালো ছিলো বেদনার গান।
রঙ্গিন ছিল রক্ত;ছোট ছোট আশা গুলো
বড় হলেই শক্ত।
মিথ্যা জীবন, তবু সত্যের ভক্ত।
কেন জীব বিপরীতে আসক্ত?

আমাদের দেখা হবে নাকো মৃত্যুর পর,
আমাদের দেখা হয়নি এবার।
দেখা হবে না জীবনে,
দেখা হবে নাকো কভু আর।
দেখেছি একবার সৃষ্টির আগে।
আমাদের দেখা হয়নি কো আর কোন বৈশেখে।

না দেখাই হবে ভালো,
বেঁচে কিংবা মরে,মৃত্যুর বহুদিন পর
খুঁজো নাকো মোরে। জীবনের শেষ শুরু সবুজ ফসলের মতো
কেটে যায় সময় দেখে আর দেখে,
আমাদের দেখা হবে নাকো মৃত্যু কিংবা পৃথিবীর বুকে।
সব জীবন সুন্দর সঠিক উপভোগে।।

রচনা:০৭/০৩/২০২২ইং
লাহুড়িয়া, লোহাগড়া নড়াইল।