নীলাকাশের বুকে যখন সোনালী সূর্য হাঁসে
ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায়,
আর মিষ্টি রোদের সাথে জীবনের স্মৃতি ভাসে।
ঘুঘু,কোকিল ডাকে যেন তার হারিয়ে যাওয়া সাথী
গাছের ডালে পাখির দলে গানে সুর খুঁজে,
জানে না তার কখন জীবনের হয় ইতি।
মধ্য দুপুর ক্লান্ত হয়ে হারিয়ে কখন যায়,
হারিয়ে যাওয়া দুপুর বেলা একটু থেমে চায়।
নদীর ধারে বালু চরে আঁকে নতুন স্বপ্ন,
হারিয়ে যাওয়া একটি দুপুর আসবে কি আর কখনো? আসবে না আর একটি দুপুর তোমার সাথে ঘুরে,স্বপ্ন সবার স্বপ্ন রবে জনম জনম ধরে।
সে দুপুরে পার করে দিয়েছি জীবনের সময়
আমাকে চিরো তরে জানিয়েছে বিদায়।
রচনা : ২৮/১০/২০১৯ ইং
স্থান : শামুক খোলা, লোহাগড়া নড়াইল।