তোমার সাথে বসে
সেই দিনে গল্পের আসর
ছিল মজার,

মনে পড়ে সেই গল্প ছিল
মিষ্টি মধু কি মজার।

তুমি বসে আর বলনা
গল্প শুনতে বাবা এদিকে আয়,
মুক্তিযুদ্ধের সেই গল্পগুলো
বল না আমায়।

কোথায় হারিয়ে গেছো
কোন সে দুরে,
আর গাওনা কোন গান মধুর সুরে।

মসজিদে যাওয়ার জন্য
আর করনা আহবান,
বল না ঘুম থেকে উঠে
হয়েছে আযান।

এখন চির নিদ্রায়
শায়িত আছো গাঁয়ের গোরস্থানে।
মনে পড়ে তোমার হাত ধরে
ঘুরে বেড়াতাম কতই না স্থানে।

সুখ দুঃখের সাথী তুমি
ছিলে হে জন্মদাতা,
বাবার স্মৃতি বুকে নিয়ে
বুকে শত ব্যাথা।

মনে পড়ে বাবার সাথে
একদিন;বন্ধুর মত ছিলাম কি স্বাধীন।

০৬/০২/২০১৯