যাপিত জীবনে একটু শান্তির সন্ধানে তোমাকে পাওয়া,
নিরাশার অন্ধকার পেরিয়ে দুজনে কাছাকাছি- পাশাপাশি,
একটু সুখ চাই ফিরে, দুবাহু তোমার পানে করেছি সমর্পন।
চেয়ে দেখো নিরব চোখে আমার এ আহ্ববান ধিরে হলেও গ্রহন করো- একটু শান্তি দাও আমারে!
ব্যার্থ আমি, বৃথাই হাত বাড়াই সুখের খোঁজে, নির্লিপ্ত ভাষায় বারবার বৃথা আওরাই ভালোবাসি ভালোবাসি।
মিথ্যে অনুভুতি গুলো মাঝ রাতে ব্যকুল করে তোলে আমারে,
ফিরে পেতে চাই সে হাসি মাখা মুখ, তোমার ঐ উষ্ণ বুকে পেতে চাই ঠাই, দেবে একটা ইচ্ছার মূল্যায়ন?
হয়তো আমি ভুল, তোমার জীবনে আগাছা উচ্ছিষ্ট কিন্তু তবুও ইচ্ছার বহিঃপ্রকাশকাকারী আমিতো মানুষ!!!
তুমি সুখি হয়েছো নিশ্চয়ই, আবেগের ব্যথা ভুলে নতুন জীবনের সন্ধানে তোমার নতুন পদচারনা,
অন্য বুকে মুখ লুকিয়ে নতুন করে বাচার স্বপ্ন হয়তো সফল হলো,
তবুও ভালো থাকো সব সময়, এই প্রার্থনা আমার।।।।