বিবেকের কাছেতে প্রশ্ন করো আজ,
অহংকারে জ্বোলোনাকো পাবক হয়ে-
জেনে নিও যেটি তোমার নিজের কাজ!

গুনীর উদাহরণ মনে দিও ঠাই-
কে চলবে তোমারে সঙ্গে বহন করে?
সামনে পেরুতে হবে কঠিন লড়াই।

একা তুমি হবে নাকো সফল কখন-
ভুলের জীবনে সুখ-কোন ঠাই নাই।
নিঃস্ব একলা তুমি ঘুরবে যখন।

আপনাকে পালটে ফেল নিজ খেয়ালে,
বিপদ সামনে এলে বুক দিও পেতে,
যেওনাকো গেথে ভুলে অন্ধকার জালে।

তবে পাবে বাঁধাবিহীন নির্বিঘ্ন পথ,
গড়ে নিয়ে স্বত্ত্বাকে শুভ কাজে যেতে,
আজ থেকে নিয়ে নাও সেই সে শপথ।।


সনেট
২৭-০২-২০২০
জয়দেবপুর, গাজীপুর।