প্রার্থনায় নতজানু এই মানুষে কৃপা করো প্রভু,

দুর্যোগ, ঘুর্ণিঝড় কিংবা সাইক্লোন যেন মোর ঘরে না আসে কভু-

বৃষ্টি দাও ঝঞ্চা কিংবা বজ্র ঝলকানি,
সঁইতে দাও সকল বাঁধা আঁধারে প্লাবন পানি।

মন থেকে বিষাদের গ্লানি দূর করো, করি প্রার্থনা-
সময়ের সাথে হারায় যেন দুষিত ব্যাঞ্জনা।

করি পণ যেন নাহি ডড়ি আঘাত ভয় কিংবা ভবিষ্যত-
সকল যাতনা ভুলে অবশেষে নিপুন রয় আমাদের চেনা পথ।

দুর্বার দুর্ভিক্ষ দুরাচার দুষিত দমন হোক, পাই যেন শেষ শান্তনা-
অবাধ হোক মানুষের পথ চলা, করি এই প্রার্থনা।।


>বিশ্ব জাকের মঞ্জিল, সদরপুর, ফরিদপুর।