আমার নষ্ট মনে তৃষ্ণা'র আষ্ফলন,
যুগে যুগে প্রেমের শীতল বাতাস জরিয়েছে গায়ে,
মেঘোমিলনে শ্রান্ত মনের জানালা গলে বসিয়েছি সুখের সেমিকোলন।
করুনা তোমার সবটাই আমার ভিতরে ধারিত সঞ্চয় দিবাক্ষন ,
লোভে, পাপে কিংবা জীবনের উত্তাপে করেছি বিসর্জন।
নষ্ট মনের সৃষ্ট ইচ্ছাতে পৌরুষ্যত্ব বিকোশিত মাঝ রাতে থেকে থেকে,
হারিয়েছি কিছুটা, কিছুটাতো পেয়েছি সব ভুলে জন্ম জন্মান্তর রেখে।
যাপিত জীবনের প্রবাহ ব্যগ্র চিন্তায় ডুব মেরে নষ্টতেই মোহ জাগে।
ভালো হোক অথবা খারাপ, কি জানি কোন কারনে মনে রঙ লাগে!!!
আকাশে বাতাসে উড়ে বেড়ায় শুভ্র চিন্তা যত,
লোকে পিছে কি বলে ভাবিনি কখনো আছিতো নিজেরই মত।
আঁধার আলোতে কুৎসিত অবয়ব আরালে ঢেকে পরিষ্কার উপরে উপস্থাপন,
নিন্দাতো আসবেই জীবন চলার পথে, হবেনা কখনো নষ্ট মন্থন।
সংক্ষিপ্ত জীবনের পথযাত্রায় ভিন্যতা এনে দিতে কি লাগে?
তাইতো ভাবি যা পাই লুফে নেই যত সাধ জাগে।।।