কল্পনার যত ভাবনা আমার হৃদয়ে করে খেলা,
সব টুকো ভালোলাগা কেন যেন ঝড়ে যেতে চায়-
ঝড়া পাতার মতন-
অচেনা অজানা সেই তুমি প্রিয়চেনা হয়েছো যে ক্ষনে?
মনের মাধুরি মিশিয়ে তোমাকে সাঁজাতে চেয়েছি- তোমার অবচেতনে, বড় আদর যতনে।
আকাশের আকাশী রঙকে ভালোবাসতে চেয়েছি যতবার?
তোমার পানে এই মনকে ছুড়ে দিয়েছি ঠিক ততবার- তুমি কুড়িয়ে নেবে বলে?
বড় বেশি যখন তুমি মনে পরে যাও-
আমি একা একা হাসি!
সে হাসি যদি শুধুই হাসি হয়,
তবেও আমি তা ভালোবাসি- মনের বেদনা ঢাকার ছলে।
সাত রঙের রঙধনুকে হাত বাড়িয়ে ছুতে চেয়েও যখন আর পারিনা?
তুমি ভেবোনা আমি তখন নিজেকে নিঃসঙ্গ মনে করি- আমি আবার স্বপ্নে হাত বাড়াই।।
ভালো লাগা না লাগার মূহুর্তে কভু তুমি মনে পরে গেলে?
জোড় করে আমার মনকে আমি ফিরিয়ে নিতে চাই,
আমি নিঃসুখ- তুমি ভুলতে বলেছো তাই।।
২৭ ফেরুয়ারী ২০২০
জয়দেবপুর, গাজীপুর।