কষ্টের অনুভূতির কথা জানো?
জীবন যেখানে বিভিষিকাময় অন্ধ আর্তনাদে নীল রঙ ধারন করে!
তপ্ত সূর্যের রশ্নি কপালের ঘর্ম গ্রন্থিকে উত্তেজিত করে যে সময় গলিত লাভার মত গলে পরে?
আমি সে সময়ের কথা বলছি।

অলক্ষে দুটি চোখ আটকে থাকে সুপ্ত বেদনার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে,

আবেগের নদী প্রবল স্রতোধারা অবিরত বয়ে যায়।
আমি সে অসময়ের কথা বলতে চাই!
যে সময়ে প্রিয়জনের দেয়া কিঞ্চিত আঘাত টুকো সুবিশাল সমুদ্রের ঢেউয়ের মত হৃদয়ে আছড়ে পরে।
ক্রমাগত ক্রন্দনে হৃদয়ে বিদির্ন হয়, মৌনতা সেখানে দুঃখের গাথুনীতে গড়ে তোলে আকাশ ছোয়া অট্টালিকা।

মাঝে মাঝে শুভ্র মেঘের ভেলায় ভেসে ভেসে একটুখানি নিস্তব্ধতা মনের মধ্যে একটু আশার সঞ্চার ঘটায়,
লাল নীল কষ্ট গুলো সে আশায় বাঁধা আকাশ ছোয়া স্বপ্নকে নিমেশেই ভেঙে টুকরো টুকরো করে দেয়।

সময়ের সাথে জীবন তাল মিলিয়ে যখন আর পারেনা?
তখন নিজেকেই নিজে প্রশ্ন ছুড়ে দেই!
তুমি ভালো আছোতো জীবন?

সহসা আমার মধ্যকার আমি'র আলোরণ সৃষ্টি হয়।
বৃষ্টির মত আবেগ গুলো বরফের শিলা হয়ে বাস্তবতায় ফিরিয়ে আনে আমাকে।

আমি বাস্তববাদীতার গান গেয়ে জীবন থেকে দুঃখ ভুলিয়ে দেয়ার মিথ্যে বাহান করি।
নিজেই নিজেকে নানান সংকল্পের মিথ্যে স্বপ্ন দেখাই,

যে মানুষের হাসি আর কৌতুকতা যত বেশি, হৃদয়ে তার কষ্ট তত বেশি।
অপেক্ষমান পথিকের সঙ্গে নিয়ে ছুটে চলা- লাল কষ্ট, নীল কষ্ট....