কে বোঝাবে তোকে জীবনের মানে
বুঝে নিস ওরে মন
অকারনে কভু হারাসনে যেন
জীবনের কোন ক্ষন।
সমরের তরী সময়ে ভাসিয়ে
ঠিক দিক করে তাক,
নিজেকে বাঁচিয়ে অপরেরে ধর
তরী যাক ভেসে যাক।
কিবলা ভ্রমন করে নিস তুই
জীবন থাকিতে পরে,
জয়ঢাক মিছে বাজাসনে আর
অকারনে প্রাণ ভরে।
কে খুঁজে দেবে পথের দিশারী,
নিজে করে নিস খোঁজ,
আল্লাহ্ তায়ালাকে খুশি করে নিস
পাঁচ বেলা-প্রতি রোজ।
মরনকে তো সঁপে দিতে হবে
এক দিন এই প্রাণ
ভেবে বুঝে নিস কত টুকো কাকে
করে গেলি অপমান।
নিয়তির হাতে দিস নাকো ছেড়ে
এ জীবন পরপার,
যে মিলাবে তোকে সত্যের পথ
তার খুঁজে ফের দ্বার।