এ শহর, মাটি বাতাস, প্রকৃতি
কতইনা ভালোবাসি,
প্রস্থানে গেছে হঠাৎ পর হয়ে,
কতনা আশায় বাঁচি।
দূরে করে প্রিয় সঙ্গ সঙ্গী দূর দেশে করে বাস,
হারিয়েছি কত, পাবনা হারানো মনে জমা অভিলাশ।
শক্ত মাটিতে বিছানা পেতেছি, শক্ত বালিশে ঠাঁই,
সুখ গুলো বুঝি এবার হারালো,
কোথা গেলে ফিরে পাই?
কাঁদিয়েছি কত, হাসিয়ে আবার, হাসিকান্নার মেলা,
মনের ভিতরে গুরু গম্ভির,
সকলের অবহেলা।
বুক পেতে দিছি মলিন মননে, হাসি তবু ছিল মুখে,
দুঃখ কষ্ট হযবরলতে দাঁড়িয়েছি সম্মুখে।
নকল হিরাকে আসলে ভেবেই গলায় জড়িয়ে নিয়ে,
বিনিময়ে পাই অন্য জাতনা সুখ বিলি করে দিয়ে।
একটা আশায় আছি বলে গেল জীবন অর্ধ পার,
তবুও আশায় বেঁচে আছি একা ধার ধারি নাকো কার।।।
---সাহেদ সুমন
১৪/১২/২০২০ ইং