কিঞ্চিৎ আলোর আশায় যে পথিক-
পাড়ি দেয় বন্ধুর পথ,
মনে তাঁর জ্বলে থাকে অকাতর আশা,
অনুজ্ঞা পালনের কঠিন শপথ।
তাঁকে থামিয়ে দিওনা যেন-
পরশ্রীকাতরতার ছলে,
সত্যের ধাঁরা সে করে বিতরন,
সে যে তোমাদের কথা বলে।
মনে তাঁর মনুষ্যত্ব সমবেদনা-
সকলের তরে করতে চায় দান,
লালসা মুক্ত তাঁর উত্তম মন,
অভাগার লাগি চোখে সদা জল ঝড়ে।
শিক্ষার শাখা-প্রশাখায়-
যেন হৃদয় আচ্ছাদন,
পরেরে পথে নিতে,
কোমল কন্ঠে তাঁর “এসো সম্বোধন”।
মুখে তাঁর অকৃত্রিম হাসি-
কথাতে লেগে থাকে,
তাঁর প্রতি শুধু থাকে সত্য ভালোবাসা,
প্রথম দেখাতেই ভালো লাগে যাকে।
এমন সুখি জন মুখে সুখি ভাষা,
তাঁর যেন দেখা পাও, এই তর আশা।