অর্জন গুলো নষ্ট হয়েছে এক চোখে দেখা দৃষ্টিতে,
নষ্ট সেসব ভাসিয়ে দিয়েছি কষ্ট পাওয়ার বৃষ্টিতে।
অকারন যারা অবেহেলা করি, আমায় দিয়েছে ছাড়ি,
জীবনে কখনো বলবনা আমি তোমাদের ধার ধারি।
মৃত্যু কেবল সময়ের হল, আকাঙখা রয়েছে বেঁচে,
ইচ্ছে আমি করবই পুরা আক্ষেপ নদী সেঁচে।
মলিন হয়েছে মন প্রান দেহ তাতে বা কি যায় আসে?
ছুটে যাব আমি সে যাগাতে শুধু যে আমায় ভালোবাসে।
মন্দ ভাগ্য কপালের লেখা, যদি বা সুযোগ পাই,
যে আমায় দিলো সুখের ঠিকানা সেখানেই ছুটে যাই।
মনের বেদনা মনেতে লুকিয়ে জীবন করছি পার,
মিশবনা আমি তার সাথে যার ভিতরে অন্ত সার।।
সাহেদ সুমন
আক্ষেপ: ২৩/০৮/২৩