আমি পারাবার নদী আরোহন করে সব কি যাব ছাড়িয়া,
যাব দিননাদ ভেদে হুতাশন পানে আসমান লোকে বাড়িয়া।
মহাবিশ্বের বিগ্রহ দেব নির্মল করে মনোহর,
আনি কাঞ্চন করে দৃঢ়ভাব হবে অভিরাম এই নিস্তার।
হয়ে বনরাজ হয়ে বিষধর করে সব কিছুকেই নরভর,
আমি কুঞ্চর হব বৃদ্ধি আমি একই নিয়মের দস্তুর।
লালসা ভুলিয়া যোগ্যতা বলে আমি হব সেরা প্রশাসক,
যাবে ধ্বংস লিলায় অরাতির দল আছে যত সব ভক্ষক।
সব লিপ্সা কামনা ভুলে বল শুধু অধ্যাপনার পথে চল,
ভুলে কৌশল করে উচ্ছল হয়ে সমাদর হয়ে চঞ্চল।
তুলে আলোরন নহে অকারন আজ ভুলে গিয়ে সব অভিপ্রায়,
গড়ি মনোযোগ করি সুখ ভোগ করি গচ্ছিত সব সদুপায়।
করি মহীরুহ থেকে দানবার রাখি পাপাচার সব শুদ্ধ,
এনে জলধর নিই পরিসর খোলা অবারিত অবরুদ্ধ।
মরি আমরন পরি আবরন যেন মিথ্যা আমায় নাহি ছোয়,
নিশা পেরুবার পরে ফিরে এসে যেন সংগ্রাম কভু নাহি হয়।
অপকৃষ্ট স্নেহই শ্রেষ্ঠ আমি বুঝে নেব সব প্রণালী,
সব আন্ধার করে নিরাকার আমি সম্যক নিজ হস্ত,
আমি নরপতি হব মহাগতি আমি হব নাকো বিদ্ধস্ত।
আমি আমরন করি বিচরন দেই বিবেচনা সব অভিমত,
করি ভদ্র গড়ি আসমান চলি পরমাত্নার পথে পথ।
ভুলে হিংসা মুছি অশ্রু ভালো তুঙ্গ যে মোর এই মন,
ধরি ধারাপাত ভুলে অসমান ভাবি তুচ্ছ নিজেকে সারাক্ষন।
ধরি দূর্বল পেয়ে বদনাম তমঃ অশ্রান্ত সব কষ্ট,
ভাবি হতবল আমি অদ্ভুত তবু পুড়ে হই নাই নষ্ট।
বনিতা-কান্তা সকলেরে ছেড়ে এসো যদি তুমি এমরন তরে,
সুন্দর চীর ধরনীর পরে উড়বে জয়ের ঝান্ডা- হবে সুশীতল তুমি ঠান্ডা।
তুমি একলা এখন পত্র তাই ঝড়ে যাবে হয়ে মত্ত,
হবে হাহাকার ফিরে আসবার তবে পথ পাবেনাকো সত্য।
বুঝে নাও জীবনের মর্ম তাই ফিরে এসে কর ধর্ম,
হবে ধনবান দূরে কষ্ট তবে হবেনাকো পথ ভ্রষ্ট।
করি আহ্বান রফা রশ্নি সব আহ্লাদ যদি শেষ হয়,
শোন মোর গান তবে পাবে প্রান তবে সংহার হবে পরাজয়।
এসো জ্ঞানবান করি আহ্বান পথ খুঁজে নাও ভেদবুদ্ধি,
যদি মহাপাপ ভুলে ফিরে এসো তবে পাবে জীবনের শুদ্ধি।