এদিন আমার নয়,
নব জন্মের ইতিহাস চীরকাল বেঁচে রবে কালান্তরে এমনইতো আশা থাকে সবার নিশ্চয়?
আমার আশা, স্বপ্ন কল্পনায় মিলিয়ে স্বপ্নচারণ করে ক্ষনিকের সব বেদনা ভুলতে হয়,
জন্ম, সেতো হতোই কোন এক কালে,
বিধাতার লিখন যে কালিতে লিখে রেখেছেন জন্মান্তরের বহুকাল আগে,
হাসি কান্না, ব্যাথা অথবা সুখে দুঃখে রঙিন অথবা মলিনতা লেগে থাকবে চোখে মুখে,
সতেজতা প্রাণে ভরে নির্লিপ্ততার সত্যি অর্থ বুকে ধারন করতে হয়,
এদিন আমার নয়!
কোন ফুল দিওনা আজ ভুল করে,
শুভেচ্ছা, অভিনন্দন চাইনা তোমাদের- মাফ কর দয়া করে,
এ তো সময়ের ক্যালেন্ডার।
পাতায় পাতায় ফুরিয়ে যায় দিন গুলো জীবন থেকে
এক দিন, দুই দিন, ক্রমাগত.....
জীবন জন্মাবার তরে তিলে তিলে মৃত্যুর অপেক্ষায় ধাবমান ভাসন্ত ভেলা,
সে ভেলায় চরে আরও একটি ক্ষন শেষ হল জীবন থেকে-
যে জীবন নিঃশেষের প্রান্তে ধাবমান তাতে আমার খুশির কি আছে?
হারিয়ে যাবার পথে আমি আরেক ধাপ অগ্রসর তাই লাগে ভয় কারন- এদিনটাতো আমার নয়।।
পূর্ব স্মৃতিচারণ করে মনে জমে থাকা কষ্টরা ফুরিয়ে যেতে যাওয়া জীবনের শেষ প্রান্তে অগ্রসর,
তিলে তিলে গুছিয়ে নেয়া এ আমার হতে চলেছে ক্ষয়,
প্রশ্ন আমার তবে জন্মদিন কিভাবে উৎসব হয়?
২৯-০২-২০২০
জয়দেবপুর, গাজীপুর।