আমি এক উড়নচণ্ডি
অনেকটা অগোছালো
ঘুম ভাঙে ভোর বেলার নরম রোদে
চার দেয়াল ঘেরা জীবনে
আমার আপোষ হয় না।
ভেজা ঘাসের ঘ্রাণ খুঁজে
হেঁটে বেড়াই নগ্ন পায়ে ঘাসের উপর
বুকের বাঁ পাশে অনুভব করি
শীতল ঝরনা. খুঁজে ফিরি জীবন
নলবাইদের স্বচ্ছ পানিতে ।
চোখ খুলে দেখি দারকিনি আর শ্যাওলা
মুক্ত আকাশে বুক ভরে নেই নিঃশ্বাস
চোখের তৃষ্ণা মেটাই  অবারিত সবুজে।