আমি তোমাকে কিসের সাথে তুলনা করবো?
তুমি উপমহাদেশের নাতিশীতোষ্ণ
জলবায়ুর মত সুন্দর
ভরা শীতে তুমি গ্রীষ্মের খুব গরম
ক্লান্ত দুপুরে স্বর্গের জ্বলজ্বল চোখ নিরন্তর
তুমি চৈত্রের মাটি ফাটা তাপদাহে রুক্ষ বাতাসে
ফুলের কুঁড়ি কাঁপিয়ে দেয়া আদর।
আমি তোমাকে কিসের সাথে তুলনা করবো?
সোনার রঙকে ম্লান করে দেয়া
তোমার ত্বকের হয় না তুলনা
তোমার সৌন্দর্যে প্রকৃতির সীমাহীন গতিপথের
কোন পরিবর্তন আসে না
তোমাতে গ্রীষ্ম চিরকাল ম্লান
তোমাতেই প্রকৃতি ন্যায্য অধিকার পায় না।
আমি তোমাকে কিসের সাথে তুলনা করবো?
তুমি আমার শ্বাস নিতে পারা সময়ের সমান
যতক্ষণ বেঁচে আছি তুমি ততক্ষণ দৃশ্যমান
মৃত্যুতে তুমি বিশ্রাম নেবে,
মৃত্যুও গর্ব করবে কেড়ে নিয়ে তোমার প্রাণ।