মনে পড়ে যায়
পৃথিবী আমায় দিয়েছিল সব,
শুকতারাটার চারিপাশে
অসংখ্য বন্ধু বান্ধব।
মনে পড়ে যায়
তুমুল আড্ডায় কাটতো কত দিন,
নাওয়া-খাওয়া কিচ্ছু নেই
শুধু ছোটাছুটি সারাদিন।
মনে পড়ে যায়
কিশোর মনে কিশোরীর আহবান,
কত আবেগময় শব্দে ভরেছি
হৃদয়ের অভিধান।
মনে পড়ে যায়
কত ঘটনায় স্মৃতির পাতা ভরা,
কত স্মৃতি পোষা হৃদয় মন্দিরে
ভালবাসা দিয়ে গড়া।
দিনগুলি হায়, ফিরে ফিরে চাই
অতীত স্মৃতিমালা,
ভাবি হাসি-কাঁদি, রাগে-অনুরাগে
মিটাই প্রাণের জ্বালা।।