কখনো ধরতে পেরেছি কি
শুকনো পাতার মর্মরধ্বনি
বিবর্ণ হতে থাকা ফুলের কান্না
দুঃখ প্রকাশ করা ধূসর পাখির ডাক
নদীর ঢেউগুলোতে বাতাসের দীর্ঘশ্বাস
বাতাস নড়তে থাকা গাছের পড়তে থাকা পাতা
সমতলভূমির ছায়ায় পুরনো অপেক্ষার প্রহর
এরমধ্যেই, কখনো ধরতে পেরেছি কি বার্তাটি?
বিদায়, চির বিদায় !
নীরব, শান্ত পরিবেশ
ঢেউ, বাতাস কিংবা পাখি
খুব সকালের শিশির ভেজা ঘাসগুলো
কি বলে যায়?
বলে যায়, এখানেই খুঁজে পাবে
নদীর ঢেউয়ের মত বয়ে নিয়ে যাওয়া
দ্রুত বয়ে চলা সময়ের উপস্থিতি, যা
চির বিদায়ের সেই রহস্যময় সতর্ক বার্তা।