অহিংসা প্রযোজিত গেরুয়া জাহান্নাম দেখে;
হুজুগের তরিকায় জমে উঠছে হাততালি,
যতই জমে উঠুক ভারত-পাকিস্তান গালমন্দ,
রোহিঙ্গাদের নিয়ে মিডিয়ায় স্ক্রিনে
যত পরিচালক, তত ফিল্ম।  
আর এ যেন আলোছায়াময় সত্য  
এক কূটনৈতিক রহস্যময় সিনেমা।
যারা নিজ প্রেয়সীর চোখে,
হরিণের চোখের অনুলিপি  বসাতে চায়
তারাই সুযোগ পেলে আহা কী টেস্ট! বলে
হরিণের মাংসে দাঁত বসিয়ে দেয়।  
অথচ ডোরাকাটা বাঘের থাবা কেউই মানতে চায় না
এ যেন রোমান্টিক সম্বোধনের কসমেটিক আড়ালে  
লুকিয়ে রেখেছে লোভ ও লিপ্সা, থাবা ও নখর।
তবে কি! প্রশ্নের তাওয়ায় ফুটছে সন্দেহের খৈ!