সবুজের শত জনমের স্নিগ্ধতায়,  আমি সবুজের গান গাই
আমি খাল-বিল, মাঠ-ঘাট, পথে-প্রান্তরে তৃষ্ণার্ত হৃদয় জুড়াই  
আমি দেখেছি সবুজ পাতা ভরা গাছের সারিতে পাখির কলতান
পল্লীর পথে আকাশের দিকে তাকিয়ে আমি জুড়িয়েছি প্রাণ।

আমি খুঁজে পাই  নিজেকে সবুজের মাঝে নতুন করে
আমার চোখ জুড়ায় দিগন্তজোড়া সবুজ ফসলের প্রান্তরে
পড়ন্ত বিকেলে সবুজের সাথে রক্তিম সূর্যের অমলিন শাশ্বত ছোঁয়া
ধানের শীষে, ফসলের অন্তরে বর্ণীল ছন্দিত তরঙ্গের হাওয়া ।

দেখেছি আমি ভোরের শিশির, শরতের সকাল এই বাংলায়
হৃদয়ের ন্যায় আলতো করে ছুঁয়ে যায় সবুজ ঘাসের ডগায়
কখনও দখিনা সমীরণ  বা পূবাল প্রভঞ্জন তাতে দোল দিয়ে যায়
তখন প্রকৃতির ছন্দে দিগন্তজোড়া সবুজ ক্ষেত নিজের সুরে গান গায়।

সবুজকে নিয়ে হয় কতোনা বিপ্লব, তাই আমি সবুজের গান গাই
প্রকৃতির বুকে আজ এঁকে দিয়েছো লাল ক্ষত,তাই বুঝি সবুজ নাই  
এখনই জাগার সময়, বাঁচিয়ে তোলার সময় রক্তচক্ষুর এই  প্রকৃতিকে
যার জন্য হচ্ছে বলি কত শত প্রাণ, যা অবাসযোগ্য করছে পৃথিবীকে।