জলছাপটার ধারে বইছে হাওয়া শরতের শিশিরে
পত্ররা ঝরে যায় অবারিত সবুজের মাঠ ছুঁয়ে
আকাশ নীলিমায় উড়ে মাদকতায় ভরা মেঘ
দক্ষিণা বাতাসে স্নিগ্ধ রোদেলা আকাশটা বেশ।
কাশফুল বনে বনে শান্ত নদীর তীরে এত শুভ্রতা
সব কিছু ভুলে ক্লান্তি নাশিতে স্নিগ্ধ চাঁদের মাদকতা
সপ্তপর্ণীর বনে বনে যেন লেগে যায় পুষ্পিত তারা
পৃথিবীর হাসিতে ফুটেছে শিউলি, বকুল সুরেলা ভ্রমরা।
ভাদ্র- আশ্বিন হালকা রোদ্দুরে হেমন্তের আভাস
ভেসে যায় সুবাতাসে শিশির ভেজা নরম সবুজ ঘাস
নবান্ন উৎসবে রোদ্দুরে চালতা ফুল করে ঝল ঝল
ঝড়ে পড়ে শেফালী, বকুল, শিউলি জমে কোলাহল।
পূর্ণেন্দু অমৃতে অবারিত শরতের নিশিতে শূন্য আকাশ
পাখিদের উড়ুউড়ি কোলাহলে শরতের তন্দ্রা অবকাশ
পৃথিবী ললাটে মাঠ-ঘাটে মেঘেরা যেন করেছে চলাচল
স্বচ্ছ পৃথিবীতে শরতের শুভ্রতায় দুলে, মেঘেরা অবিচল।