হঠাৎ হাঁটা, হঠাৎ চলা, হঠাৎ বসায় স্লোগান বলা তারুণ্যে একাট্টা  
একাত্মতায় হচ্ছে দেখা সকাল বিকাল সন্ধ্যা কিংবা রাত্রি ন’টা
ছুটছে সময় লাগছে বাতাস, আজ কোটা মুক্তির সত্যি ছোঁয়াক  
মিথ্যে বিপদ গুমরে মরুক বৈষম্যের তরে সপাট জেহাদ।

ন্যায়ের তরে চলছে লড়াই বাধা কিংবা গুলির মুখে
এই সংগ্রাম অন্যরকম, অনন্তকাল যেমন করে আসছে রুখে  
ওলোট পালট একখানা দিন, ঝাপটা বিকেল একখানা বেশ
পাগল হওয়া ছাত্র সমাজ সামলে নিবে সোনার এ দেশ ।  

ফিরবে তোমরা বীরের বেশে পূর্ণ করে মাইলফলক
কৃষ্ণচূড়ায় দিচ্ছি চিঠি,রক্ষে কর মায়ের নোলক  
আন্দোলনে আরেকটিবার ছিনিয়ে আন ফুলের মালা
রাধাচূড়ায় হাতে দিও বেকার মুক্তির শত জ্বালা।  

বঞ্চনার ঐ বিপদ দেখে ডাক দিয়েছে তরুণ সমাজ
তারুণ্যের এই দমকা হাওয়া বৈষম্যকে রুখবেই আজ
শাহাবাগকে সাক্ষী রেখে সালাম, রফিক জব্বার হতাম
উড়াবোই আজ বিজয় নিশান আলগা করে বুকের বোতাম ।