শিক্ষা কি, কেন প্রয়োজন সঠিক উত্তর জানিনা
শিক্ষা হলো জ্ঞানের দ্বার, নিজেকে চেনা জানা
যদিও আজ ডিগ্রি ও অর্থ দিয়ে হচ্ছে তা চেনা
তবে জ্ঞান অর্জন করতে হয়, সার্টিফিকেট লাগে না।
জীবন গড়তে দরকার আমরণ শিক্ষা গ্রহন
শিক্ষা ছাড়া নেই উপায়, শিক্ষা ছাড়া মরন
শিক্ষা দিয়েই প্রকৃতিতে মিলেমিশে হয় জ্ঞানের বিস্তার।
অজানা-অচেনাকে জানা-চেনায় হয় হৃদয়-প্রাণের প্রসার।
শিক্ষা ভাবতে শেখায় কিন্তু পুঁথিগত বিদ্যায় আজ জাতি আতঙ্কিত
সমাজ দেশ বিবেক মনুষ্যত্ব বেনোজলে হচ্ছে কলঙ্কিত
অর্থপ্রাচুর্যের গগনচুম্বী মানসিকতায় শিক্ষা আজ ঘুষের অতলে
তবুও কিছু দৃষ্টান্ত স্মৃতির মণিকোঠায় শ্রদ্ধার সাথে উচ্চারিত হয় সমমেলে।
শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা মানুষকে দেয় আত্মজ্ঞান ও সম্মান
অর্থপিপাসু চরিত্রহীন সমাজের অবক্ষয় আনে, করে শিক্ষাকে অপমান।
কোথায় আজ সমাজ ও শিক্ষা সংস্কারক এসো নতুনের বেশে
হে নবযৌবন খুঁজে নাও আদর্শ গুরু ছন্নছাড়া সমাজের দেশে।
হে নবযুগ দাও সম্মান দাও শ্রদ্ধা স্মরণ করি আদর্শ গুরুদের
অন্ধকারাছন্ন সমাজ খুঁজে যেন পায় ছন্দ, স্মৃতি যেন হয় গৌরবের
হে আদর্শ গুরু তোমার ছোঁয়ায় ছন্দ খুঁজে পেয়েছি আমি চিরকাল
শ্রদ্ধেয় তুমি, মনের অন্ধকার ঘুচিয়ে তোমারই স্মরণে গড়বো নতুন সকাল।