স্বাধীনতা তুমি কাজী নজরুলের গাহি সাম্যের গান
স্বাধীনতা তুমি বিচ্ছেদ ক্ষণে রবী ঠাকুরের করুণ সুরের টান
স্বাধীনতা তুমি নবযুগের চিরসবুজ তারুণ্যের কলতান
স্বাধীনতা তুমি প্রকৃতির কবি জীবনানন্দ দাশের মৃত্যুঞ্জয়ী জীবনের সোপান।

স্বাধীনতা তুমি দিনমজুরের মুখে স্বস্তির নির্মল হাসি
স্বাধীনতা তুমি  প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ নেওয়া বানভাসি
স্বাধীনতা তুমি  পরিবারের সুখ যাতে সান্তনা  খুঁজে  পরবাসী
স্বাধীনতা তুমি দেশে দেশে বিদেশীর মাঝে বাংলা ভাষাভাষী।

স্বাধীনতা তুমি নদীমাতৃক বাংলায় কলকল বয়ে চলা
স্বাধীনতা তুমি কালবৈশাখীর ঝড়ের রাত্রি শেষে নতুন সকালবেলা  
স্বাধীনতা তুমি ভরা নদীর যৌবনে পাড়ের ভাঙ্গা গড়ার খেলা
স্বাধীনতা তুমি কিশোরীর আহ্বানে কিশোরের মিলন মেলা ।

স্বাধীনতা তুমি  মানব হৃদয়ের জন্মগত অধিকার
স্বাধীনতা তুমি  বিপ্লবের রক্তে দূরীভূত অনাচার
স্বাধীনতা তুমি ভাব প্রকাশের অন্যতম হাতিয়ার
স্বাধীনতা তুমি মুক্তির তরে উজ্জীবিত হয়ে শানিত হওয়ার

স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর "এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম" বেজে ওঠো সুমধুর
স্বাধীনতা তুমি ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধার স্মৃতিতে বেদনাবিধুর
স্বাধীনতা তুমি প্রভাতের রক্তিম সূর্যের দীপ্তিময় আলো
স্বাধীনতা তুমি বাঙালির উচ্ছ্বাসে বেঁচে উঠো ঘুচিয়ে আঁধার কালো।