সর্বগ্ৰাসী  দুর্গত বন্যায়
ভাসছে ফেনী নোয়াখালী
ভাসছে মানুষ গরু-মহিষ
নিম্ন-ভূমির চরাঞ্চলি।
ঘুমন্ত মানুষের মৃত্যু মিছিলে
বিপন্ন বাংলাদেশ!
চোখে যেন নিরব কান্না
গ্ৰামের পর গ্ৰাম শেষ
ভেঙ্গেছে বাঁধ বিপ্লবী স্রোতে
থৈ থৈ জলে অথৈ সমুদ্দুর!
ঝরছে বৃষ্টি অজর ধারায়
কোথায় বসত-ঘর?

বানের স্রোতে ভাসছে চারদিক
কুল কিনারা নাই
কোথায় গেলে পাবে কেহ
মাথা গোঁজার ঠাঁই?
তলিয়ে গেল ফসলি জমি
মানুষগুলো দিশেহারা
দুঃর্বিষহ বিভীষিকার হাতছানিতে
নির্ঘুম কাঁদছে ওরা।  

আঁতকে ওঠে আবাল- বৃদ্ধ
বন্দি জীবনের কি দুর্গতি!
ত্রাহি ত্রাহি আর্তনাদে বিধ্বস্ত বাংলাদেশ
হারিয়েছে সবি।
উজানের ঢল ফারাক্কার জলে
যেন রাজনৈতিক বন্যার সৃষ্টি
বাস্তুহারা  সর্বনাশা বন্যা
তার উপর মুষুল ধারে বৃষ্টি।
স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আজ
বৈষম্য বিরোধী ছাত্র জনতা
দূর্যোগ দূর্ভোগ ধ্বংস করে
আনবেই মুক্তির বারতা।  
হুঁ হুঁ করে কেবল বাড়ছেই পানি
গহীন নদীর কূলে
অপূর্ব এক বাংলাদেশ!
যেথায় ত্রানের নৌকা বানের জলে
যাচ্ছে দুলে দুলে।  
বর্ষণে বর্ষণে দুরন্ত দূর্বার ক্ষুরধার স্রোত
যেন এক বিক্ষুব্ধ জলরাশি
চরম উৎকণ্ঠায় উত্তাল বাংলাদেশ  
তবু তোমায় ভালোবাসি।