জানালায় তাকিয়ে
অশ্রু-সিক্ত নয়নে
অবুঝ অভিমানী
বিচলিত অভিমানে।
অশ্রু বিসর্জনে
বিরহের গাঁথুনি তোমার
হলো না আজও বলা
এ যেন মনের মৃত্যু আমার।
অভিমান, অভিযোগ যেন
কঠিন ক্ষত দগদগে ঘা
হৃদয়ে বাঁধি শুধুই কষ্ট,
ক্ষমা করো প্রায়শ্চিত্ত অনুপমা।
ঝর-ঝর অবিরাম ঝরে বৃষ্টি
তাতে তোমার খোলা চিঠি
কেড়ে নিলো দৃষ্টি
বৃষ্টির এ কান্না চিঠির অক্ষর করে
পাঠিয়েছো মোর কাছে
বৃষ্টি ছুঁয়ে ভুলিয়ে দিলাম,
মনে তোমার দুঃখ যতো আছে!