পূর্ণিমার আচ্ছাদনে ফারাওয়ের নীল জলজ ঘাটে কাটে দিনলিপি
গভীর লোচনে ডুবে ভাষান্তর করে লিখি কিরীটিনীর পাণ্ডুলিপি।
মধ্যরাতের নিস্তব্ধতায় হেঁটে আসে স্বপ্নের ঢেউ
ভ্রাম্যমাণ ঝর্ণার জলকেলিতে চন্দ্র ক্যানোপিতে কেউ!
জেগে ওঠে একফালি কাঞ্চনজঙ্ঘা স্মৃতির পলকে
স্মৃতি! দেবদারু বনে আদরে বিলি কাটে উজ্জ্বল ঝলকে।
বসন্তকুঞ্জে তাক লেগে থাকে হেসে উঠে চুমুর আক্ষেপ
মায়াবতীর মাতাল অনুভুতির গভীর নিঃশ্বাসে নেই কোন ভ্রুক্ষেপ ।
অন্ধকারের গভীর চলনের জলছাপের জৌলুসে তার চুলের সুগন্ধ
সুডৌল ভয়নিচ ভাবনার ঢেউয়ে, সে অপ্সরার মতোই মধুর স্নিগ্ধ।