সবুজ দারুপত্র
আর বর্ণাঢ্য সূর্যদীপ্তিতে
আহার হয় বৃক্ষ জনের,
শ্রমসাধ্য বাস্তব এ বিশ্বে,
আহার হয় মানবের।
নির্মম কষ্টে পরিপূর্ণ মোর জীবন
পানি নেই, আছে কঠিন বরফ
নেই পর্যাপ্ত বস্ত্র, নেই রান্না রসদ  
রাত্রির হিমে নিদ্রা সর্বত্র।
রিক্ত আমি সিক্ত আমি
কিছুই নেই আজ  হাতে
শত অভাবেও নিজেকে চাঙ্গা
রাখতে পেরেছি তাতে।