সালাম-কালাম ভুলে গেছে, আদব গেছে হারিয়ে
পাশকাটিয়ে গা ঘেঁষে যায়, হনহনিয়ে শরীর নাড়িয়ে
সদম্ভে উদ্ধত আচরণ তাদের চলাফেরা নির্ভয়ে
সংযত হওয়ার উপদেশে ফিরবেন নাজেহাল হয়ে।
সারা সকাল ঘুমায় তারা অনলাইনেই সারা রাত
সুর্যোদয় বা সুর্যাস্ত কখন যে যায়? বিছানাতেই খায় ভাত
ভাবি! বই পড়ে না,বই বুঝে না নেই সাহিত্য বা ইতিহাস
শ্রদ্ধাবোধ বা শৃঙ্খলাবোধের অভাবে গোল্লায় বুঝি যাস।
হঠাৎ কোটা সংস্কারে ভাই-বোনেরে করলে আঘাত
মুখোশ খুলে দেখালে তোমরা এ প্রজন্মের জাত
চাকুরী কিন্তু সবাই করবে না শুধু বৈষম্য করতে মুক্ত
পানি লাগবে পানি? বলে ইতিহাস গড়লো মুগ্ধ।
আবু সাইদ যেন অকুতোভয় যায় বুক চিতিয়ে দাঁড়িয়ে
এক ভাইয়ের মৃত্যুতে আজ শত ভাই বুক বাড়িয়ে
ভাবলো শাসক ঢাবি করবে হত্যাযজ্ঞে কুপোকাত
সারা বাংলাদেশ ঢাবি হলো প্রাইভেটও দেখালো একহাত
স্কুল, কলেজ, ভার্সিটি যেন আজ একই ছায়াতলে
কারফিউ জারি করলেই কি আর ছাত্রসমাজ টলে?
শিক্ষক এলো আন্দোলনে এলো উকিল, মুক্তার কিংবা সাধারণ
আজ স্বৈরাচার শাসকের ভয় কখন যেন হয় পতন?
দুর্নীতি, ভোটাধিকার আর দ্রব্যমূল্যের তরে
কোটা আন্দোলন দাঁড়িয়েছে আজ রাষ্ট্র সংস্কারে
মানলেও কোটা অবশেষে তারা রক্তের হিসেব নিবে
ধীরে ধীরে বলার হচ্ছে সময় গদি ছাড়বি কবে??