যদি সৌরজগৎ
নয়তো ছায়াপথ
কিংবা পৃথিবীর কক্ষপথ
না হয় ঘড়ির কাঁটার
গতিরোধক হতে পারতাম!
তাহলে হয়তো কয়েক সহস্র যুগ
নয়তো কয়েক যুগ
বা এক বছর
না হয় একদিন
অন্তত কিছু সময় বাড়িয়ে নিতাম!
তাহলে হয়তো
আগামীর স্বপ্ন দেখার জন্য
কয়েকটি রাত
নয়তো কয়েকটি মুহূর্ত
এই ভয়ার্ত হৃদয়ের
শিহরিত অনুভূতিগুলোকে
ঐ সাগর চোখে জমিয়ে দিতাম!
তাহলে হয়তো কল্পনার স্বর্গরাজ্যে
ঘুমকে বিতাড়িত করে
রাত ফুরানো কথার জন্য
হয়তো খুদে বার্তাগুলোকে
বাতাসে পাঠিয়ে দিতাম
নয়তো ডায়েরির পাতায়
কিংবা ঘরের দেয়ালে লিখে নিতাম।
তাহলে হয়তো মাঝরাত
নয়তো ভোররাতে
না হয় সাত সকালে
তোমার চিঠি পেতাম।